26 সেপ্টেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Sep 27 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

26 সেপ্টেম্বর, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. প্রতি বছর 26 সেপ্টেম্বর বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস পালন করা হয়।2022 সালের বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবসের থিম হল “Strengthening Environmental Health Systems for the Implementation of the Sustainable Development Goals”।     
  2. প্রতি বছর 26 সেপ্টেম্বর সম্মিলিত জাতিপুঞ্জ, পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূলের জন্য আন্তর্জাতিক দিবস পালন করে।      
  3. গর্ভনিরোধক সম্পর্কে জ্ঞান এবং পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা তৈরি করার লক্ষ্যে 26 সেপ্টেম্বর বিশ্ব গর্ভনিরোধ দিবস পালন করা হয়।        
  4. ভারতীয় জ্যাভলিন নিক্ষেপকারী দেবেন্দ্র ঝাঝারিয়া, মরক্কোতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে রৌপ্য পদক জিতেছেন৷ 
  5. 22 সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মণিপুরের ইম্ফলের কেন্দ্রীয় ব্যুরো অফ কমিউনিকেশন রিজিওনাল অফিস প্রথমবার একটি তিন দিনব্যাপী ভাসমান ফটো প্রদর্শনীর আয়োজন করেছে।এটি লোকটাক হ্রদে শুরু হয়েছে।                  
  6. লাদাখের লেহ জেলা ব্যাঙ্কিং ক্রিয়াকলাপ 100 শতাংশ ডিজিটাইজ করতে সক্ষম হয়েছে।  
  7. ছত্তিশগড় সরকার মহিলাদের সুরক্ষা এবং সমাজে তাদের ক্ষমতায়নের কথা চিন্তা করে রাজ্যে ‘হামার বেটি-হামার মান’প্রচারাভি্যানের কথা ঘোষণা করেছে।         
  8. সিকিমে ভারতের প্রথম তুষারপাত-নিরীক্ষণ র‍্যাডার স্থাপন করা হয়েছে।ভারতীয় সেনাবাহিনী এবং ডিফেন্স জিওইনফরমেটিক্স অ্যান্ড রিসার্চ এস্টাবলিশমেন্ট (DGRE) যৌথভাবে উত্তর সিকিমে অ্যাভালেঞ্চ মনিটরিং র‍্যাডার স্থাপন করেছে।         
  9. আসাম সরকার জল সংরক্ষণ এবং সেই সম্পর্কিত সমস্যাগুলি সম্পর্কে সচেতনতা তৈরি করতে রাজ্যে 2.5 লক্ষ জলদূত নিযুক্ত করবে৷  
  10. এশিয়ার পাঁচটি প্রধান পাম তেল আমদানিকারক দেশের শীর্ষ ভোজ্য তেল শিল্প সমিতি, এশিয়ান পাম অয়েল অ্যালায়েন্স (APOA) গঠনের জন্য একত্রিত হয়েছে।
  11. ভারত ও নেপাল আরো বেশি গবেষণার মাধ্যমে সপ্ত কোশী উচ্চ বাঁধ প্রকল্পকে এগিয়ে নিতে যেতে সম্মত হয়েছে। Joint Committee on Water Resources (JCWR)-এর নবম বৈঠকে এই সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে।         
  12. 24 সেপ্টেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, 2020-21 সালের জাতীয় পরিষেবা প্রকল্প(NSS) পুরস্কার প্রদান করেছেন।       
  13. পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জি. কিষাণ রেড্ডি 24 সেপ্টেম্বর ‘SymphoNE’ নামক দুই দিনের ভার্চুয়াল কনফারেন্সের উদ্বোধন করেছেন।       
  14. প্রাক্তন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর, আর গান্ধী ইয়েস ব্যাঙ্কের পার্ট-টাইম  চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন।    
  15. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং 23 সেপ্টেম্বর "নেট জিরো বিল্ট এনভায়রনমেন্ট উইথ কানেক্টেড কমিউনিটিজ" বিষয়ক গোলটেবিল বৈঠকে বক্তৃতা দিয়েছেন।    

 

Related Post