6 আগস্ট, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Aug 7 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

6 আগস্ট, 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা নিক্ষেপের স্মরণে 6 আগস্ট হিরোশিমা দিবস পালন করা হয়।    
  2. সরকার 5 জুলাই কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবার কার্যকালের মেয়াদ এক বছরের জন্য বৃদ্ধি করার অনুমোদন দিয়েছে।        
  3. 5 জুলাই কুস্তিগীর অংশু মালিক কমনওয়েলথ গেমসে মহিলাদের ফ্রিস্টাইল-এ 57 কেজি বিভাগের ফাইনালে রৌপ্য পদক জিতেছেন।      
  4. লার্সেন অ্যান্ড টুব্রো (L&T) লিমিটেড ভদোদরায় একটি আইটি এবং আইটি-সক্ষম পরিষেবা (ITeS) পার্ক স্থাপনের জন্য গুজরাট সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে৷    
  5. 5 জুলাই আসামের শাস্ত্রীয় সওরীয় নৃত্যের বিশিষ্ট উদ্যোক্তা গরিমা হাজারিকা 83 বছর বয়সে প্রয়াত হয়েছেন।   
  6. 5 জুলাই ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (SFB) ইন্দ্রজিৎ কামোত্রাকে সংস্থাটির ম্যানেজিং ডিরেক্টর এবং  চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত করেছে।      
  7. রূপল চৌধুরী প্রথম ভারতীয় অ্যাথলিট যিনি ওয়ার্ল্ড U20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দুটি পদক জিতেছেন৷       
  8. 5 জুলাই ভারতীয় নৌবাহিনী ISRO-এর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার (SAC)এর সাথে সমুদ্রবিদ্যা এবং আবহাওয়াবিদ্যা সংক্রান্ত স্যাটেলাইট-ভিত্তিক নৌ-অ্যাপ্লিকেশনগুলিতে ডেটা শেয়ারিং এবং সহযোগিতা বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে।   
  9. ভারতীয় কুস্তিগীর, দিব্যা কাকরান 2022 সালের কমনওয়েলথ গেমসে মহিলাদের 68 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন।  
  10. হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের সরকার সম্প্রতি ‘Chief Minister Equal Education Relief, Assistance and Grant (Cheerag)’ কর্মসূচিটি চালু করেছে। 
  11. উত্তরাখণ্ড সরকার রাজ্যের 13টি জেলার প্রতিটিতে একটি করে সংস্কৃতভাষী গ্রাম গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে।  
  12. 7 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা শ্রীহরিকোটা থেকে একটি ছোটো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে।    
  13. বিজেপি থেকে এনডিএ মনোনীত প্রার্থী জগদীপ ধনকড় ভারতের 14তম উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন।

 

Related Post