15 ফেব্রুয়ারি 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Feb 16 2022 কারেন্ট অ্যাফেয়ার্স

15 ফেব্রুয়ারি 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. প্রতি বছর, 15 ফেব্রুয়ারি ‘ইন্টারন্যাশনাল চাইল্ডহুড ক্যান্সার ডে’ (ICCD) হিসাবে পালিত হয় যাতে এই সমস্যাটি এবং এর সাথে মোকাবিলা করার উপায় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা যায়। 2021-23 -এর থিম হল ‘Better Survival’ is achievable #throughyourhands।
  2. কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী, নীতিন গড়করি (Nitin Gadkari ) এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) যৌথভাবে বিহারে 14.5 কিলোমিটার দীর্ঘ 'রেল-কাম-রোড-ব্রিজ' উদ্বোধন করেছেন।
  3. ভারতীয় রেল মন্ত্রক দিল্লির কিষাণগঞ্জে একটি অত্যাধুনিক রেসলিং অ্যাকাডেমি স্থাপনের অনুমোদন দিয়েছে৷ এটি ভারতের সবচেয়ে বড় রেসলিং অ্যাকাডেমি হিসাবে গড়ে তোলা হবে ।    
  4. কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর. কে. সিং (R. K. Singh) ঘোষণা করেছেন যে ভারত 2024 সালের মধ্যে ডিজেল বিহীন কৃষিকাজের ক্ষমতা (zero-diesel use) অর্জন করবে এবং জীবাশ্ম জ্বালানীকে পুনর্নবীকরণযোগ্য শক্তি দিয়ে প্রতিস্থাপন করবে৷
  5. ‘সৌভাগ্য’ প্রকল্পের অধীনে, রাজস্থানে সর্বাধিক সংখ্যক আবাসস্থলকে সৌর-ভিত্তিক স্বতন্ত্র সিস্টেমের মাধ্যমে বিদ্যুতায়িত করা হয়েছে।
  6. ভারতে স্যাটেলাইট-ভিত্তিক ব্রডব্যান্ড যোগাযোগ পরিষেবা প্রদানের জন্য রিলায়েন্স জিও লুক্সেমবার্গ-স্থিত স্যাটেলাইট এবং টেলিকম পরিষেবা প্রদানকারী এসইএস (SES)-এর সাথে চুক্তি করেছে৷
  7. মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী, রাজেশ টোপে (Rajesh Tope ) ঘোষণা করেছেন যে ক্যান্সার প্রতিরোধের জন্য রাজ্যে "হোপ এক্সপ্রেস" নামক প্রকল্পের সূচনা করা হবে। 
  8. হরিয়ানা-ক্যাডার আইপিএস অফিসার কালা রামাচন্দ্রন (Kala Ramachandran)-কে 15 ফেব্রুয়ারি 2022-এ গুরুগ্রামের প্রথম মহিলা পুলিশ কমিশনার হিসাবে নিয়োগ করা হয়েছে।    
  9. দিল্লি হাইকোর্ট জম্মু ও কাশ্মীর হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, গীতা মিত্তল (Gita Mittal)-কে প্রশাসক কমিটির চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত করেছে যা ভারতের টেবিল টেনিস ফেডারেশন (TTFI) পরিচালনা করবে।
  10. দেবাশিস মিত্র (Debashis Mitra ) 2022-23 সালের জন্য ‘দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া’ (ICAI)-এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
  11. ইলকের ওসি  (Ilker Ayci) এয়ার ইন্ডিয়ার নতুন চিফ এক্সেকিউটিভ অফিসার (CEO) এবং ম্যানেজিং ডিরেক্টর (MD) হিসেবে নিযুক্ত হয়েছেন।  
  12. ভোজপুরি গায়ক এবং বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি (Manoj Tiwari) বিহারের খাদি এবং অন্যান্য হস্তশিল্পের "ব্র্যান্ড অ্যাম্বাসাডর" হবেন৷ 
  13. গুয়াহাটির ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডি ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি (IASST)-এর ভারতীয় বিজ্ঞানীদের একটি দল, দুগ্ধজাত পণ্য থেকে পরবর্তী প্রজন্মের প্রোবায়োটিক ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস প্লান্টারাম JBC5 সনাক্ত করেছে৷
  14. ব্রিটেনের বিজ্ঞানীরা একটি নতুন মাইলফলক ছুঁয়েছেন, তাঁরা জানিয়েছেন, সূর্যে যেভাবে শক্তি উৎপন্ন হয় , সেই পারমাণবিক ফিউশন শক্তি উৎপাদনে তাঁরা সক্ষম ।
  15. আয়ুর্বেদ পণ্য নির্মাতা ডাবর ভারতে একটি 100 শতাংশ প্লাস্টিক বর্জ্য নিরপেক্ষ (Plastic Waste Neutral) কোম্পানি হয়ে উঠেছে।
  16. দুবাই এক্সপোতে উন্মোচিত হওয়া গ্লোবাল এন্টারপ্রেনারশিপ মনিটর (GEM) 2021/2022 রিপোর্ট আনুসারে একটি নতুন ব্যবসা শুরু করার জন্য সহজসাধ্য স্থানের শীর্ষ পাঁচটির মধ্যে একটি হল ভারত৷
  17. বিল গেটসের লেখা ‘হাও টু প্রিভেন্ট দ্য নেক্সট প্যানডেমিক’ শিরোনামের বইটি 2022 সালের মে মাসে প্রকাশিত হবে।
  18. কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau) 14 ফেব্রুয়ারি 2022, 50 বছরের মধ্যে প্রথমবারের মতো জরুরি আইনের আহ্বান জানান। কানাডা সরকার আন্তর্জাতিক ট্রাক-চালকদের জন্যে করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক বলে ঘোষণা করায় প্রায় 18 দিন ধরে কানাডা-আমেরিকার সীমান্তে আর রাজধানী অটোয়ার রাস্তায় অন্তত চারশো ট্রাক জড়ো করে চলমান বিক্ষোভ নিয়ন্ত্রন করতে জরুরি আইন জারি করা হয়েছে ।
  19. রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব 2021-2022, দুই মাসেরও বেশি সময় ধরে পরিবেশকে উত্তপ্ত করছে,  তবে এক্ষেত্রে সমস্যা সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টায় অগ্রগতির সামান্য লক্ষণ দেখা যাচ্ছে।
  20. আধুনিক বাংলা গানের অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay) 90 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন । 

Related Post