18 ফেব্রুয়ারি, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স

Editor1 Apr 3 2023 কারেন্ট অ্যাফেয়ার্স

18 ফেব্রুয়ারি, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স

  1. একটি অনন্য বিপন্ন স্তন্যপায়ী প্রাণী, প্যাঙ্গোলিন  এবং তাদের দুর্দশার বিষয়ে সচেতনতা তৈরি করার লক্ষ্যে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের তৃতীয় শনিবার বিশ্ব প্যাঙ্গোলিন দিবস পালন করা হয়।2023 সালে 18 ফেব্রুয়ারি বিশ্ব প্যাঙ্গোলিন দিবস পালিত হয়েছে।
  2. সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ পরিষদ জামাইকা থেকে, 17 ফেব্রুয়ারি দিনটিকে প্রথম গ্লোবাল ট্যুরিজম রেজিলিয়েন্স ডে হিসাবে ঘোষণা করার জন্য একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে, যেটি পর্যটনের স্থিতিশীলতাকে ভবিষ্যতে অব্যর্থ রাখার প্রয়াসে তৈরি করা হয়েছে।
  3. 15 ফেব্রুয়ারি কেন্দ্রীয় মন্ত্রিসভা, ভারত ও চিলির মধ্যে কৃষি ও অন্যান্য খাতে সহযোগীতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরের অনুমোদন দিয়েছে।
  4. 14 ফেব্রুয়ারি, রিজার্ভ ব্যাঙ্ক ‘Inclusive Digital Services’ থিম সহ তার দ্বিতীয় গ্লোবাল হ্যাকাথন– ‘HARBINGER 2023 - Innovation for Transformation’-এর ঘোষণা করেছে।
  5. 15 ফেব্রুয়ারি, নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP)-এ সাতটি নতুন ব্যাটেলিয়ান বৃদ্ধি করার একটি প্রস্তাবকে অনুমোদন দিয়েছেন।
  6. টাইমস গ্রুপ দ্বারা প্রতি বছর আয়োজিত ইকোনমিক টাইমস গ্লোবাল বিজনেস সামিটে 17 ফেব্রুয়ারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তৃতা দিয়েছেন। 2023 সালের গ্লোবাল বিজনেস সামিটের থিম হল “Resilience, Influence, Dominance”।
  7. 17 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত ভারত এবং জাপান, জাপানের শিগা প্রদেশের ক্যাম্প ইমাজু-তে ‘Ex Dharma Guardian’ অনুশীলন শুরু করেছে।
  8. বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে সর্বোচ্চ শতাংশ BHIM-UPI লেনদেন করার লক্ষ্য অর্জনের জন্য ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক (MeitY), কর্ণাটক ব্যাঙ্ক-কে ‘Digidhan Awards 2021-22’-এর অধীনে ‘প্রতিষ্ঠা পুরস্কার’-এ ভূষিত করেছে।
  9. অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কৈবল্য ত্রিবিক্রম পারনায়েক 16 ফেব্রুয়ারি, অরুণাচল প্রদেশের 20তম রাজ্যপাল হিসাবে শপথগ্রহণ করেছেন।
  10. পশ্চিমবঙ্গের প্রাক্তন ডিজিপি বীরেন্দ্র-কে পশ্চিমবঙ্গের রাজ্য তথ্য কমিশনার (SIC) হিসাবে নিযুক্ত করা হয়েছে।
  11. নিউজিল্যান্ডের পত্রিকা Zootaxa-তে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে, মহারাষ্ট্রের পুনে-তে অবস্থিত ভারতের প্রাণীবিদ্যা জরিপ-এর সাথে কর্মরত বিজ্ঞানী অপর্ণা সুরেশচন্দ্র কালাওয়াতে, ‘Omorgus Khandesh’ নামক Trogidae প্রজাতির একটি নতুন বিটল প্রজাতি ভারতে আবিষ্কার করেছেন। ফরেনসিক বিজ্ঞানের জন্য বিটলটি গুরুত্বপূর্ণ কারণ এটি একটি প্রাণী বা মানুষের মৃত্যুর সময় শনাক্ত করতে সহায়তা করে এবং এটিকে কেরাটিন বিটল-ও বলা হয়।
  12. সৌদি আরব তার প্রথম মহিলা মহাকাশচারী রায়না বার্নাভি-কে তার সহযোগী সৌদি মহাকাশচারী আলি আল-কারনি-র সাথে 2023 সালের শেষের দিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) -এ 10 দিনের মিশনে পাঠাবে।
  13. কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দর যাদব 18 ফেব্রুয়ারি, দক্ষিণ আফ্রিকা থেকে আনা বারোটি চিতাকে মধ্যপ্রদেশের শিউপুরের কুনো ন্যাশনাল পার্কে প্রেরণ করেছেন।
  14. 16 ফেব্রুয়ারি, বিচারপতি সোনিয়া গোকানি গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথগ্রহণ করেছেন।
  15. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 16 ফেব্রুয়ারি, রাজস্থানের সিরোহি জেলার আবু রোডে ভার্চুয়ালি জল জন অভিযানের উদ্বোধন করেছেন।
  16. বিখ্যাত যক্ষগান প্লেব্যাক গায়ক এবং চিত্রনাট্যকার ভগবথা বালিপা নারায়ণা 16 ফেব্রুয়ারি, 84 বছর বয়সে প্রয়াত হয়েছেন।

 

 

Related Post