রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার

Editor1 Dec 9 2020 কারেন্ট অ্যাফেয়ার্স
রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার

সাংবাদিক-লেখক, রাজ কমল ঝা তাঁর “The City and The Sea” উপন্যাসের জন্য 5,000 ডলার মূল্যের রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার পেয়েছেন।  ডিসেম্বর ২০১২ নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলার উপর ভিত্তি করে উপন্যাসটি লেখা।
রবীন্দ্রনাথ ঠাকুর Social Achievement 2020  পুরষ্কার পেলেন ওমানের প্রয়াত সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ।
প্রখ্যাত ভারতীয় কোরিওগ্রাফার Sandip Soparrkar  তাঁর Dance for a Cause এর মাধ্যমে সমাজের উন্নতিতে বিশেষ অবদানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর human rights and world peace 2020 পুরষ্কার পেলেন।
রবীন্দ্রনাথ ঠাকুর পুরষ্কারটি সাহিত্য, সামাজিক অবদান, বিশ্ব-শান্তি এবং মানবাধিকার সুরক্ষার জন্যে মার্কিন-ভিত্তিক প্রকাশক “Bundalo” দ্বারা 2018 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ডেনমার্কের কোপেনহেগেন থেকে পুরস্কার বিজয়ীগনের নাম ঘোষণা করা হল।

Related Post